সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় ৩ দিনব্যাপী কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ আগস্ট) শ্যামনগরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ।

রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শ্যামনগরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান বলেন, এই কম্পিউটার প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে পারলে স্কুলের একাডেমিক সব কার্যক্রম সফলভাবে করতে পারবেন শিক্ষকরা।

প্রশিক্ষণশেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, চিংড়িখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও কম্পিউটার শিক্ষক মো. জাহিদুল ইসলাম, ত্রিপানি বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক অনাদি কুমার মন্ডল প্রমুখ।